Education

প্রাথমিক শিক্ষা 

            খুলনা জেলার রুপসা উপজেলার দুজ্জর্নীমহল সরকারী প্রাথমিক বিদ্যালয়- এ আমার প্রাথমিক শিক্ষা শুরু। পঞ্চম শ্রেনী পর্যন্ত এ বিদ্যালয়ে আমি পড়ালেখা করেছি। এ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মরহুম ময়েনউদ্দিন আহমেদ স্যার (সকলের প্রিয় ময়েন স্যার) যিনি আমার বাবার ও শিক্ষক। স্যার শিকক্ষকতা জীবন শেষেও বৃদ্ধ বয়সেওআমাকে ভাল বাসতেন । স্যার অনেক পারিবারিক বিষয়ে বিভিন্ন কিছু শেয়ার করতেন। 

মাধ্যমিক শিক্ষা

            মাধ্যমিক শিক্ষা আমার দুটি প্রতিষ্ঠানে করতে হয়েছে। খুলনা জেলার রুপসা উপজেলার ঐতিহ্যবাহী  বেলফুলিয়া ইসলামিয়া  উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি হই। এ বিদ্যালয়ে ৮ম শ্রেনী পর্যন্ত পড়ালেখা করেছি। নবম শ্রেনীতে উঠার পর আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়ানোর ইচ্ছা ব্যক্ত করেন।
 
উচ্চ মাধ্যমিক শিক্ষা
 
 
উচ্চশিক্ষা
          শান্ত শহর  খুলনার  ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বি এল বিশ্ববিদ্যালয় কলেজ   হতে অনার্স এবং মাস্টার্স শেষ করেছি। 
 
আইসিটি প্রশিক্ষণ
        প্রথমে ওয়ার্ড প্রসেসিং (Microsoft Office) প্রশিক্ষণ নেওয়ার পর। অফিস এপ্লিকেশন বিষয়ে কারীগরী শিক্ষা বোর্ড হতে ডিপ্লোমা করি। 
 
        খুলনাতে কম্পিউটার সার্ভিসিং (হার্ডওয়ার) প্রশিক্ষণ নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েটসহ কম্পিউটার সার্ভিসিং সেন্টারে হার্ডওয়ার নিয়ে কাজ করতে থাকি। এরপর নিজ উদ্যোগে গ্রাফিক্স ডিজাইন শিখি। 
 
    ফ্রিল্যাঞ্চিং শিখতে যেয়ে SEO, Digital Marketing, Affiliate Marketing, Blogging, Ad seance, HTML, CSS, PHP, Adobe Photoshop, Adobe Illustrator, WEB Design, Web Development, C Programming Basic ইত্যাদি প্রশিক্ষণ গ্রহণ করেছি।