Service Life

 

আমার চাকুরী জীবনের বর্ননা

প্রথম চাকুরী
 
      এসএসসি পরীক্ষার পর আমার মামা আরাফাত (আমার সমবয়সী, এখন সে ঢাকাতে নিজ পেশায় সফল ভাবে প্রতিষ্ঠিত। আরাফাতের কারনেই কম্পিউটার জগতে আমার প্রবেশ, বর্তমান চাকুরীসহ যত বেসরকারি চাকুরি করেছি সবই আইটি রিলেটেড, এ জন্য আরাফাতের উপর কৃতজ্ঞ ) এর ডাকে তার (আরাফাতের) মামা আমার অন্যতম একজন প্রিয় ব্যক্তিত্ব আমার চাকরী জীবনের প্রথম বস ইঞ্জিনিয়ার কাজী তামজীদ আহমেদ এর কম্পিউটার ফার্ম অর্ব টেক সিস্টেমস এ চাকুরীতে যোগদান করলাম।  বস আমাকে নিজ হাতে কম্পিটার হার্ডওয়ার/ সার্ভিসিং শেখালেন ( এর পুুর্বে মাইক্রোসফট অফিস এপ্লিকেশন প্রেগ্রামে ভর্তি হয়ে ছিলাম এবং আমার প্রথম কম্পিটার শিক্ষক শাখাওয়াত ভাই এর নিকট থেকে এম এস ওয়ার্ড প্রোগ্রাম মাত্র শেষ করেছি)। ঐ সময়ে খুলনাতে হাতে গোনা কয়েকজন হার্ডওয়ার টেকনিশিয়ানদের মধ্যে আমিও ছিলাম। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ খুলনার বিভিন্ন সরকারী অফিসের কম্পিউটার সার্ভিসিং কাজের সাথে জড়িত ছিলাম।

         উচ্চ মাধ্যমিক পাশ করার পরে অনার্সে ভর্তি হয়ে একপর্যয়ে ঢাকায় চলে আসলাম  চাকুরী পেলাম একটি দনিক পত্রিকা অফিসে ফলে খুলনার কম্পিউটার জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি।

         কিছুদিন ঢাকায় চাকুরী করার পর পড়াশোনা এবং পারিবারিক কারণে আবার খুলনাতে চলে যেতে হয়। পড়াশোনার পাশাপাশি চাকুরি নিই খুলনার দৌলতপরে একটি জুট এক্সপোর্ট অফিসে, এরপরে কিছুদিন একটি সিএনএফ অফিসে। ভালই চলছিল। 
 
 ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

            বেসরকারী চাকুরী করার ফাঁকে গ্রাফিক্স ডিজাইন এর কাজ নিজ উদ্যোগে শিখে ফেললাম। খুলনার আইটি এক্সপার্ট খালিশপুরের তুুহীন ভাই, ইয়াকুব ভাই এর উৎসাহেঅনলাইন ফ্রিল্যান্সিং কাজ করা জন্য কোর্স করি। খুলনার একজন বিশেষ আইটি এক্সপার্ট ভাগনে নাহিয়ান এর নিকট থেকে দোস্ত সাদ্দাম  (আইটি  প্রশিক্ষণে সব কোর্সে দোস্ত আমার সাথে ছিল) এবং আমি ওয়েব সাইট ডিজাইন এবং ওয়েব ডেভলেপমেন্ট শিখলাম। ইচ্ছা ছিল পুর্ণাঙ্গ ফ্রিল্যান্সার হবো। তা আর হলো না। আল্লাহ ভাগ্যে লিখেছেন চাকুরী।

  ভোটার তালিকা প্রণয়ন প্রকল্পে চাকুরী
            ২০০৭ সালে নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক বাংলাদেশে প্রথমবারের মত ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন আইটি বিষয়ে প্রকল্পে লোক নিয়োগ দিবে জেনে বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোটার তালিকা প্রণয়ণ প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে চাকুরির আবেদন করি।
            ২০০৭  সালে প্রথমে নাগরিকদের ভোটার নিবন্ধন কাজে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে রাষ্ট্রীয় এ গুরুত্বপূর্ণ কাজ শুরু করি। এরপর পর্যায়ক্রমে প্রুফ রীডার, টিমলিডার হিসেবে কাজ করতে থাকি। এক পর্যায়ে এবং ২০১৪ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার নিবন্ধন টিমের প্রধান পদ টেকন্যিাল এক্সপার্ট হিসেবে খুলনা জেলায় নিয়োগ লাভ করি । 
          তথনকার জেলা নির্বাচন অফিসার পরবর্তীতে আঞ্চলিক নির্বাচন অফিসার জনাব মুুজিবর রহমান স্যার, জেলা নির্বাচন অফিসার পরবর্তীতে আঞ্চলিক নির্বাচন অফিসার জনাব বিভোর কুমার বিশ্বাস স্যার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার জনাব হাবিবুর রহমান স্যারসহ খুলনার সকল স্যারদের ভালবাসা এবং স্নেহ পেয়েছি। খুলনার সকল নির্বাচন অফিসের স্টাফদের সাথে তৈরী হয়েছে এক হৃদ্ধতার বন্ধন যা আজও অটুট। সেনাসদস্য, নৌবাহিনীর সদস্য, পুলিশ, আনসার সদস্যদের সাথে দীর্ঘদিন একত্রে কাজ করেছি। এটা ছিল জীবনের একটি গুরুত্বপুর্ণ অধ্যায়। ‌একত্রে ক্যাম্পেও থেকেছি। নাগরিকদের ভোটার তালিকায় নিবন্ধন করতে ছুটে গিয়েছি প্রত্যন্ত অঞ্চলে। অনেক প্রতিকূল পরিবেশে।
          
বর্তমান চাকুরী
            ২০১৪ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে টেকন্যিাল এক্সপার্ট হিসেবে কাজ চলাকালীণ মহান আল্লাহর রহমতে নির্বাচন কমিশন সচিবালয়ে চাকুরী লাভ করি। ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রমে অংশগ্রহনের শুরু হতেই নির্বাচন কমিশনে চাকুরী করার ইচ্ছা জাগ্রত হয়। আলহামদুল্লিাহ । আল্লাহ কবুল করেছেন। সেই থেকে আছি। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। 
 
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে
             নির্বাচন কমিশন সচিবালয়ে যোগদান করে জাতীয় পরিচয় অনুুবিভাগে পোষ্টিং হওয়ায় আবার সেই ভোটাা তালিকা এবং জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত কাজ। এতদিন করেছিলাম ফিল্ডে প্রকল্পে আর এবার রাজস্বখাতে প্রধান কার্যালয়ে। জাতীয় পরিচয় অনুুবিভাগ যোগদানের পরে প্রথমে আমাকে দেয়া হয় ডেসপাস-এ। এ ডেস্কে কাজ করি প্রায় ৬ মাস। এরপর অত্র অনুবিভাগের উপপরিচালক জনাব শফিকুল ইসলাম স্যারের এটাসমেন্টে কিছুদিন কর্মরত থাকার পর আমাকে দেয়া হয় জাতীয় পরিচয় অনুুবিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ বৈধ ও সঠিকতা যাচাইকরণ ইউনিটে। সেকশন অফিসার ছিলেন নির্বাচন কমিশন সচিবের বর্তমান একান্ত সচিব জনাব মোহাম্মদ আল মামুন স্যার। অসম্ভব ভালো মানুষ স্যার। মামুন স্যার এর নিকট শিখেছি ফাইল এর কাজ। ভোটার তালিকা এবং জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত সকল আইন, বিধিমালা এবং প্রবিধানমালা প্রণয়ণ এ শাখার ই কাজ। এসকল কাজের সাথে সরাসরি জড়িত হতে পেরেছি। আজকে জাতীয় পরিচয়পত্র নাগরিক সেবা প্রাপ্তি /প্রদানের অন্যতম মাধ্যম। বিভিন্ন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান/সংস্থা, সকল মোবাইল অপারেটর কোম্পানী সহ যে সকল অফিস নিবন্ধনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই করে এর পিছনে মেধাবী কর্মকর্তা মামুন স্যার এবং আমার প্রচন্ড শ্রম দিতে হয়েছে। সকল ফাইল ওয়ার্ক আমাদের হাতেই হয়েছে। তখন লোকবল ও কম ছিল ইউনিটে, শুধু মামুন স্যার এবং আমি দুজনই ছিলাম। গর্বহয় এ গুরুত্বপূর্ণ কাজের সাথে নিজের জড়িত থাকার কথা ভেবে।
 
নির্বাচন কমিশনে
           দীর্ঘ দিন জাতীয় পরিচয় অনুুবিভাগে চাকুরী করার পর ২০১৬ সালে আমাকে নির্বাচন কমিশনে একটি গুরুত্বপূর্ণ দপ্তরে বদলী করা হয়। অনেক দায়িত্বপূর্ণ এ দপ্তরে ২০১৬ সাল হতে এখন পর্যন্ত সততা এবং সুনামের সাথে দায়িত্বপালন করে আসছি।